তল্লাশিচৌকিতে থামার সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাদকবাহী একটি ট্রাক র‌্যাব ধাওয়া করলে র‌্যাবের ১ কনস্টেবল নিহত

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিপা গাজীপুর জেলা প্রতিনিধি:- গাজীপুরের পোড়াবাড়ীর তল্লাশিচৌকিতে থামার সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাদকবাহী একটি ট্রাক।

পেছন থেকে মোটরসাইকেলে ধাওয়া করেন র‌্যাবের দুজন সদস্য।ট্রাক থেকে গাঁজার বস্তা ফেলে র‌্যাব সদস্যদের গতিরোধ করার চেষ্টা করা হয়। র‌্যাব সদস্য মো. ইদ্রিস মোল্লা (২৮) ট্রাকটিকে ধরার আপ্রাণ চেষ্টা করেন। ময়মনসিংহের ভালুকার কাছে গিয়ে ট্রাকটির সামনে ব্যারিকেড দেন র‌্যাব কনস্টেবল ইদ্রিস। কিন্তু চালক ইদ্রিসের ওপর দিয়েই চালিয়ে দেন ট্রাকটি।

এতে ঘটনাস্থলেই নিহত হন ইদ্রিস।র‌্যাব সূত্রে জানা যায়, রোববার ভোরে ময়মনসিংহগামী হাজী এন্টারপ্রাইজের একটি ট্রাকে করে গাঁজার চালান নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে টঙ্গী পোড়াবাড়ী র‌্যাব-১ ক্যাম্পের ডিএডি গোলাম মোস্তফার নেতৃত্বে অফিসের সামনে ট্রাকটিকে থামার সংকেত দেওয়া হয়। এসময় ট্রাকটি ব্যারিকেড ভেঙে পালিয়ে যায়। পরে র‌্যবা সদস্য মোস্তফা ও ইদ্রিস মোল্লা মোটরসাইকেলে করে ট্রাকটিকে ধাওয়া করেন।ব্যবসায়ীরা টের পেয়ে গাড়ি থেকে ৩০ কেজির একটি গাঁজার বস্তা ফেলে র‌্যাব সদস্যদের গতিরোধ করার চেষ্টা করেন। মোস্তফা মোটরসাইকেল থেকে নেমে বস্তা কুড়ানো শুরু করেন। ইদ্রিস মোল্লা মোটরসাইকেল নিয়ে একাই ট্রাকটিকে ধাওয়া করেন।

ভালুকা উপজেলার হবিরবাড়ী কোকাকোলা ফ্যক্টোরির সামনে এসে ট্রাকটিকে আবার ব্যারিকেড দিয়ে থামার সংকেত দেন। কিন্তু ট্রাকটি না থেমে ইদ্রিস মোল্লার মোটরসাইকেলের ওপর দিয়ে চালিয়ে দিলে ঘটনাস্থলেই ইদ্রিস মোল্লা মারা যান।ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৈমুর আলী বলেন, ইদ্রিস মোল্লার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে।