তিতাসে ৫টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুমিল্লা:- কুমিল্লার তিতাসের বাতাকান্দি বাজারের ৫টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় মুখোশধারী ২০-২৫ জনের একটি ডাকাতদল।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোর ৩টার দিকে বাজারের সরকার জুয়েলার্সে, রশিদ স্বর্ণ শিল্পালয়, ইব্রাহিম স্বর্ণ শিল্পালয়, বশির উল্লাহ স্বর্ণ শিল্পালয় ও আনিসা স্বর্ণ শিল্পালয়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সকালে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির লোকজন ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেছেন।

এ ঘটনায় সরকার জুয়েলার্স থেকে সাড়ে চার ভরি স্বর্ণ, সাড়ে পাঁচশ ভরি রূপা ভরি ও নগদ ২লাখ ২৭হাজার টাকা, রশিদ স্বর্ণ শিল্পালয় থেকে ১২ভরি স্বর্ণ, ২শ’ ভরি রূপা ও নগদ ৪০হাজার টাকা, ইব্রাহিম স্বর্ণ শিল্পালয় থেকে ৬০ ভরি রূপা ও কাস্টমারের এক ভরি স্বর্ণ, বশির উল্লাহ স্বর্ণ শিল্পালয় ও আনিসা জুয়েলার্সেও সাটার ভেঙ্গে স্বর্ণ, রূপা ও নগদ টাকা নিয়ে যায় বলে জানিয়েছেন দোকান মালিকেরা।

এ বিষয়ে তিতাস থানার ওসি কান্চন কান্তি দাস জানান, ডাকাতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারি রাত ৩টার দিকে একই বাজারের নাসির ট্রেডার্সে চুরি করে দুই ড্রাম সয়াবিন তৈল ও এক ড্রাম মবিল ও সুন্দর আলীর দোকানের ১ড্রাম সয়াবিন তেল নিয়ে যায়।