‌তিন ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুমিল্লা জেলা প্রতিনিধি:- কুমিল্লার নাঙ্গলকোটে দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রাত ৯টা ১০ মিনিটের দিকে বিকল্প লাইন (ডাবল লাইন) দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রোববার (১৬ এপ্রিল) লাকসাম রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।এর আগে রোববার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে মালবাহী একটি ট্রেনকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন পেছন থেকে ধাক্কা দেয়।

এতে যাত্রীবাহী ট্রেনটির ছয়টি বগি ও মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় গুরুতর আহত পাঁচ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে ২৫ জন আহতের খবর পাওয়া গেছে। ধারণা করা যাচ্ছে এ সংখ্যা আরও বাড়তে পারে। তবে কেউ নিহত হয়েছেন কি না এবং আহতের সংখ্যা মোট কতো তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাকসাম থে‌কে উদ্বারকারী রি‌লিফ ট্রেন ঘটনাস্থ‌লে পৌঁছেছে এবং উদ্ধার ক‌াজ চল‌ছে।কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহাবু‌দ্দিন জানান, দুর্ঘটনার কারণ পরে বলা যাবে।

এ বিষ‌য়ে পূর্বাঞ্চাল রেলও‌য়ে এক‌টি তদন্ত ক‌মি‌টি গঠন প্রক্রিয়ার্ধীন র‌য়ে‌ছে।