দফারফার চেষ্টা!দৌলতপুরে ইটভাটায় দেওয়ালের নিচে চাপা পড়ে নারী শ্রমিক নিহত আহত ১

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি// কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইয়েতপুর ইউপির জোয়াদ্দারপাড়া গ্রামে শহিদুল ইসলাম অলি’র (জে,পি,বিক্রস) ইটভাটায় এক নারী শ্রমিক দেওয়ালের নিচে চাপা পড়ে নিহত হয়েছে। এসময় অপর এক শ্রমিক আহত হয়েছে।নিহত ঐ নারী শ্রমিকের নাম মদিনা খাতুন (৫০)। তিনি জোয়াদ্দার পাড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী। রবিবার সকাল সাড়ে ১০টার সময় জোয়াদ্দার পাড়া গ্রামের শহিদুল ইসলাম অলি’র ইটভাটাতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ইটভাটায় কাজ করার সময় হঠাৎ ভাটার একাংশ ধ্বসে পড়লে মদিনা খাতুন ও মিজু নামে দুই শ্রমিক দেওয়ালের স্তুপে চাপা পড়ে। দ্রæত তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মদিনাকে মৃত ঘোষণা করে। অপর শ্রমিক মিজু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এদিকে আইন অনুযায়ী নিহতের স্বজন’রা মামলা করতে না চাইলে পুলিশ অপমৃত্যু হিসেবে মামলা রেকর্ড করতে বাধ্য থাকে। কিন্তু দিনের আলোতে ঘটে যাওয়া এতো বড় একটি মর্মান্তি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে একাধিক সূত্রে জানাযাচ্ছে। দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, নিহতের স্বজনদের উপস্থিতিতে বিষয়টি মিমাংশার চেষ্টা চলছে। এবং পরিবারের দাবী অনুসারে ময়না তদন্ত ছাড়াই স্বজনদের নিকট লাশ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।