দীর্ঘ দেড় বছর পর চালু হল ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- করোনার কারণে দেশের সব ট্রেন চলাচল বন্ধ হলে গত বছরের ৫ই এপ্রিল ঢাকা-বেনাপোল রুটে আন্তঃনগর ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটিও বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার (২ই ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত চিপ কমার্শিয়া ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস। এই ট্রেনটি ঢাকা-যশোর-বেনাপোল রুটে চলাচল করবে।

বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার মোঃ সাইদুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০১৯ সালের ১৭ই জুলাই বেনাপোল-ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করেন। ৮৮৬ জন যাত্রী নিয়ে ট্রেনটি চলাচল করেছিল।শুধুমাত্র রেলে যাত্রীবহন বাবদ গত এক বছরে ১৪০ কোটি টাকা রাজস্ব আয় করেছে রেল কর্তৃপক্ষ।

ট্রেন চলাচলের বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রতিদিন বেনাপোল-আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ৩ হাজার যাত্রী ভারতে যাতায়াত করছেন।করোনার আগে টুরিস্ট ভিসা চালু থাকায় প্রতিদিন ১২ হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করতো বেনাপোল দিয়ে। তাদের মধ্যে ৬০ শতাংশ যাত্রী যান চিকিৎসার কারণে। বাকিরা যাত্রীরা সবাই ব্যবসায়ী ও শিক্ষার্থী।