‘দুই জাপানি শিশু ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের কাছেই থাকবে’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- জাপানি কন্যা জেসমিন ও লায়লাকে আগামী ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত মা এরিকো নাকানোর কাছে রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রবিবার, জাপানি মা এরিকো হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শিশুটিকে তার হেফাজতে চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বাবা ইমরান শরিফ সন্তানদের সাথে সময় কাটাতে পারবেন। আদালদের অনুমতি ছাড়া সন্তানদের দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে না।চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই ২ শিশুকে জাপান থেকে বাংলাদেশে আনা হয়।

মা এরিকোর একটি রিট পিটিশনের রায়ে গত ২১শে নভেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন, জেসমিন এবং লায়লা তাদের বাবা ইমরান শরীফের সঙ্গে থাকবে এবং তাদের মা এরিকো বছরে ৩ বার তাদের সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন।

এর আগে, জাপানি মা এরিকো নাকানোর কাছে তার দুই শিশুকে ২৩শে জানুয়ারি পর্যন্ত রাখার নির্দেশ দেয় আপিল বিভাগ।গত বছরের ১৫ই ডিসেম্বর একই আদেশ দিয়েছিল সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ পাঁচ বিচারকের আপিল বেঞ্চ। আদেশে বলা হয়েছিল দুই শিশু ৩ জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকবে।ওই বেঞ্চ ১২ই ডিসেম্বর সকালে দুই দিনের জন্য শিশু দুটিকে মায়ের কাছে দিতে বলেছিল।

ওই দিন রাত ১০টার মধ্যে মায়ের কাছে দেয়ার কথা থাকলেও দেননি বাবা।এই নির্দেশনা না মানায় পরের দিন ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন মা এরিকো। দুই শিশুসহ বাবাকে ডেকে পাঠায় আপিল বিভাগ।

সবার বক্তব্য শোনে সর্বোচ্চ আদালত। নির্দেশনা অনুযায়ী মায়ের কাছে না দেয়ায় বাবার প্রতি ক্ষোভ প্রকাশ করে আপিল বিভাগ। সেই সঙ্গে দ্রুত শিশু দুটিকে মায়ের কাছে দিতে বলা হয়।গত ১৯শে আগস্ট বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক স্বামী শরীফ ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই কন্যাসন্তানকে ফিরে পেতে হাইকোর্টে রিট করেন জাপানি নারী এরিকো।

রিটের দীর্ঘ শুনানি শেষে গত ২১শে নভেম্বর রায় দেয় হাইকোর্ট। রায়ে বলা হয়, দুই কন্যাকে বাবার কাছে রেখে মা বছরে তিনবার ১০ দিন করে দেখা করতে পারবেন। আর এ জন্য মায়ের সব খরচ বাবাকে বহন করতে হবে। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধেই আপিল করেন মা।

২০০৮ সালের ১১ জুলাই জাপানের এরিকো ও বাংলাদেশি আমেরিকান ইমরান শরীফ জাপানি আইন অনুযায়ী বিয়ে করেন। বিয়ের পর তারা টোকিওতে বসবাস শুরু করেন। ১২ বছরের সংসারে তারা তিন কন্যাসন্তানের জন্ম দেন। তারা হলো জেসমিন মালিকা, লাইলা লিনা ও সানিয়া হেনা।এরিকো পেশায় একজন চিকিৎসক।

মালিকা, লিনা ও হেনা টোকিওর চফো সিটিতে আমেরিকান স্কুল ইন জাপানের (এএসআইজে) শিক্ষার্থী ছিল।এরিকোর অভিযোগ, গত ৯ই ফেব্রুয়ারি মিথ্যা তথ্যের ভিত্তিতে ইমরান তার মেয়েদের জন্য নতুন পাসপোর্টের আবেদন করেন এবং গত ১৭ই ফেব্রুয়ারি নতুন পাসপোর্ট নেন। গত ২১শে ফেব্রুয়ারি ইমরান তার দুই মেয়ে জেসমিন ও লাইলাকে নিয়ে দুবাই হয়ে বাংলাদেশে চলে আসেন।