দেশে মাথাপিছু স্বাস্থ্য ব্যয় ৫৪ ডলার: স্বাস্থ্যমন্ত্রী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাকলি সুলতানা ঢাকা:– দেশে স্বাস্থ্যখাতে মাথাপিছু ব্যয় ৫৪ ডলার বা প্রায় সাড়ে ৫ হাজার টাকা । এ ব্যয় শ্রীলঙ্কা ও মালদ্বীপের চেয়েও কম বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরের রাজধানীর এক হোটেলে বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যকাউন্টস এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, স্বাস্থ্যখাতে ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের ব্যয় প্রায় ৪০ হাজার কোটি টাকা। অনেক সময় বরাদ্দ অর্থ ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট ঠিকঠাক ব্যবহার হয় না জানিয়ে জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যখাতে এসব ঘাটতি থাকলে দেশ এগোতে পারবে না। তাই বর্তমানে দায়বদ্ধতা ও তদারকি সবচেয়ে বেশি দরকার।

দুর্নীতি যদি বন্ধ করা যায় তাহলে অনেক কিছুর পরিবর্তন হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া উন্নত দেশগুলোর মতো সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্যবিমা চালু করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।