দৌলতপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হেলাল উদ্দিন :- কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি জমির উপর অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) আজগর আলীর নেতৃত্বে তারাগুনিয়া বাজারের বিভিন্ন স্হানে সড়কের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা প্রায় শতাধিক দোকান ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন,উপ-সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান পুলক, এসআই সুলতান আজম সহ অন্যান্যরা।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান- তারাগুনিয়া বাজারে রাস্তার দুই পাশ দিয়ে সরকারি জায়গা দখল করে কিছু লোকজন দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপন নির্মাণ করে আসছিলেন। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রায় শতাধিক স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। তিনি আরো জানান এখানে এল.জি.ইডির মাধ্যমে দুই কোটি ৩৬লাখ টাকা ব্যয়ে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হবে।