দৌলতপুরে আদালতের রায়ে ভোট গণনায় জয়ী হলেন পরাজিত প্রার্থী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:– কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ২নং মথুরাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ভোট পুঃগণনায় ৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন পরাজিত মেম্বার পদপ্রাার্থী বৈদ্যুতিক পাখা মার্কা প্রতিকে নির্বাচনে অংশ গ্রহনকারী আব্দুস সামাদ।

মঙ্গলবার (০২আগস্ট) কুষ্টিয়া জজ আদালতে পুনরায় ভোট গণনা শেষে এ রায় ঘোষণা করেন, নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ রাশেদুর রহমান।গত বছর (২৮ নভেম্বর) দৌলতপুর উপজেলার ২ নং মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৮ নং ওয়ার্ডের মেম্বার পদে ভোট গণনা শেষে মোঃ রাজু আহমেদ’কে ৯০৫ ভোটে বিজয়ী ঘোষণা করা হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দী বৈদ্যুকিত পাখা মার্কা আব্দুস সামাদ পেয়েছিলেন ৯০১ ভোট। আব্দুস সামাদ, ফুটবল রাজু’র চেয়ে ৪ ভোটের ব্যবধানে বিজয়ী হওয়া ঘোষণা কে প্রত্যাখ্যান করে, নির্বাচনে হারার পর কারচুপির অভিযোগ তোলেন।

ফলে পুঃ ভোট গণনার দাবিতে কুষ্টিয়া জেলার সিনিয়র সহকারী জজ ১ম আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে রিট করেন তিনি।তথ্যটি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আযম বলেন, বিষয়টি আমলে নিয়ে ওই কেন্দ্রের ভোট পুঃ গণনা করেন সিনিয়র সহকারী জজ রাশেদুর রহমান। রায় ঘোষনারদিন প্রকাশ্যে ৮নং ওয়ার্ডের ভোট পুঃ গণনা করা হয়।

এতে আব্দুস সামাদ বৈদ্যুতিক পাখা মার্কা প্রতিকের পক্ষে ৮৮৯ ভোট এবং রাজু আহমেদ এর ফুটবল মার্কা প্রতিকের পক্ষে ৮৮৩ ভোট পাওয়া যায়। কাজেই, ৬ ভোটের ব্যবধানে আদালত বৈদ্যুতিক পাখা মার্কা প্রতিকের প্রার্থী আব্দুস সামাদ’কে জয়ী ঘোষণা করেন। উল্লেখ্য, রাজু আহমেদ মেম্বার হিসেবে এখনো দায়ীত্ব পালন করছেন।