দৌলতপুরে এক দশক পরে নিজস্ব জায়গা পেল ফায়ার সার্ভিস ষ্টেশন!

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:– কুষ্টিয়ার দৌলতপুরে ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণের জন্য দীর্ঘ এক দশক পরে জমি পাওয়া গেছে। উপজেলা সদর থেকে প্রায় তিন কি:মি: দক্ষিণে চুয়ামল্লিকপাড়া গ্রামে নির্মিত হবে দৌলতপুর ফায়ার সার্ভিস ষ্টেশনটি।

ফলে এক দশক ঝুলে থাকা এ ষ্টেশন নির্মাণ হলে দৌলতপুরবাসীর দুর্ভোগ লাঘব হবে ও অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি কমে আসবে। কেননা এখনে আগুন লাগলে পাশ্ববর্তী ভেড়ামারা ও মিরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের দিকে তাকিয়ে থাকতে হয়।

উপজেলার চুয়ামল্লিকপাড়া গ্রামের মৃত হাজি আবুল খায়ের সাদ উদ্দিনের স্ত্রী হাসিনা বানু তার বসত ভিটার ৮৮ শতাংশ জমি এ ষ্টেশনটি নির্মাণের জন্য দান করেন। হাসিনা বানুর ভাতিজা জাকারিয়া চাঁদু জানান, তার চাচী নিঃসন্তান তাই তার জমিজমা মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন সেবা মুলক কাজে দান করে আসছেন।

দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বারের ঐক্লান্তিক প্রচেষ্টায় অবশেষে ফায়ার সার্ভিস ষ্টেশনটি নির্মাণ হতে যাচ্ছে।ছবির ক্যাপশন: ফায়ার সার্ভিস ষ্টেশন এর নিজস্ব যায়গাতে কর্মকর্তারা।