দৌলতপুরে কথিত পীরের আস্তানা থেকে ২টি হরিণ উদ্ধার!

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email


দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি// কুষ্টিয়ার দৌলতপুর উপজলোর কথিত পীর তছের উদ্দীনের দরবার শরীফ থেকে দু’টি হরিণ উদ্ধার করেছে বন বভিাগ ও স্থানীয় প্রশাসন।


বুধবার রাত ৯ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, বন বিভাগের র্কমর্কতা আবু বক্কর সিদ্দিক ও দৌলতপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা নাসির উদ্দিনের সহযোগিতায় হরিণ দু’টি উদ্ধার করে।
বন বিভাগের র্কমর্কতা আবু বক্কর সিদ্দিক সেসময় জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কল্যাণপুরে অবস্থিত কথিত পীর তছের উদ্দীনের দরবার শরীফের ভিতরে অবধৈভাবে ২টি হরিণ লালন পালন করা হচ্ছে।

কথিত পীর তছের উদ্দীনের দরবার থেকে উদ্ধার করা হচ্ছে হরিণ ২টি।


বুধবার রাতে উপজলো প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় হরিণ দুটি উদ্ধার করি। এ ঘটনায় বন্যপ্রানী সংরক্ষণ আইন ২০১৭ মোতাবেক দরাবারের পীর তছের উদ্দীন নাম উল্লেখ করে মামলা রুজু করা হয় এবং কথিত পীরের শ্যালক শের খাঁন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি আরোও জানান, যেহেতু এ দরবারের পীর তছের উদ্দীন পলাতক সেহেতু তাকে বন্যপ্রানী সংরক্ষন আইনে আটক করার প্রক্রিয়া চলছে।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা নাসির উদ্দিন জানান, বিকেলে বন বিভাগের র্কমর্কতারা তসের পীরের দরবারে অবৈধভাবে দু’টি হরিণ লালন পালন করছেন বলে জানান এবং হরিণ দু’টি উদ্ধার কাজে তাদের সহযোগিতা চাইলে থানা পুলিশ হরিণ দু’টি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছি।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, তছের পীরের দরবার শরীফের মধ্যে হরিণ আছে সংবাদ দিয়ে হরিণ দু’টি উদ্ধারের জন্য বন বিভাগের র্কমর্কতারা সহযোগতিা চাইলে আমরা সেখানে গিয়ে দু’টি হরিণ উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছি।।
উল্লখ্যে গত ৬ জুন কথিত পীর তছের উদ্দীনের দরবারে রাশেদ (৩০) নামে এক ভক্ত কে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত রাশেদের বাবা সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বাদী হয়ে তাছের পীরসহ ১০ জনের নাম উল্লখে করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করনে। দরাবারের কথিত পীর তছের উদ্দীনসহ বাকি আসামিরা পলাতক রয়েছে।