দৌলতপুরে কবরস্থান থেকে মৃত ব্যক্তির হাত ও মাথা উধাও!

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সংলগ্ন মানিকদিয়াড় গোরস্থানে গত ৪ ফেব্রুয়ারি দাফন হওয়া লাশের ডান হাত ও মাথা কাটা অবস্থায় দেখা গেছে।

বৃহস্পতিবার সকালে গোরস্থানের পার্শ্বে একদল বাচ্চা খেলতে গিয়ে কবর খোঁড়া দেখতে পেয়ে আশে পাশের লোকজনকে জানালে এলাকায় চাঞ্চল্লের সৃষ্টি হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মানিকদিয়াড় নামক গোরস্থানে এক সপ্তাহ আগে মৃত্যু বরন করা, মির্জা আলম চেনু বিশ্বাসের কবরের খাপাচি উঠানো, কবরের মাঝখানের বাঁশের ডাপ কাটা, কবরের ভিতরে দেখা যায় লাশের ডান হাক কাটা, মাথা আছে কিনা ষ্পষ্ট না।

কবরের অবস্থা দেখে মৃত ব্যাক্তির ছোট ছেলে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি অভিযোগ করে। পরে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে বিষয়টি পর্যবেক্ষন করেন।

এব্যাপারে দৌলতপুর থানার (ওসি) জহুরুল আলম জানান, বিষয়টি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।