দৌলতপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক:- কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউস ধান ও পাটের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে এই সার বীজ বিতরণ করা কার্যক্রম শুরু হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য পুত্র ইমরান চৌধুরী কলিন্স, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আলী আহমেদ প্রমুখ।

এবছর উপজেলার ৪৯৫০ জন কৃষককে বিজেআরআই তোষা পাট ৮ জাতের ১কেজি বীজ এবং ৬৫০০ জন কৃষককে উফশী জাতের ৫ কেজি ধান বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি বিনামূল্যে দেওয়া হবে।