দৌলতপুরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাঁচতলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুরে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অধীনে ৯ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে হোসেনাবাদ অবস্থিত সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ৫তলা একাডেমিক কাম-ওয়ার্কসপ ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাড আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী তানভীর আহমেদ তাপস, উপ-প্রকৌশলী জাকির হোসেন,সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল মজিদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন, সর্দার আতিয়ার রহমান আতিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

অ্যাড. আ. কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি বলেন, সারা দেশের ন্যায় দৌলতপুরের সকল মানুষের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।এই অঞ্চলের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রত্যন্ত এলাকাগুলোতেও অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যার মাধ্যমে এখানকার মানুষ সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। তিনি শিক্ষার মানোন্নয়নে জন্য বিভিন্ন ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে কথা বলবেন বলে জানিয়েছেন।