দৌলতপুরে ডিজিটাল আইনে মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদিকদের অবস্থান কর্মসুচী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email


দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিকের নামে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদিকরা অবস্থান কর্মসুচী পালন করেছে।
রবিবার বেলা ১০ টা থেকে দুপুর ১ টা পর্য়ন্ত দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসুচীতে সর্বস্তরের সাংবাদিকগণ অংশ নেন।
এ সময় উপস্থিত সাংবাদিকগণ বলেন, উপযুক্ত তথ্য ও প্রমাণ হাতে পাবার পরই দৌলতপুর টুয়েন্টিফোর ডটকমে সাংবাদিক তাশরিক সঞ্চয় ফিলিপনগর মরিচা (পিএম) কলেজের গভর্নিং কমিটির সভাপতি ও দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড: শরীফ উদ্দিন রিমনের বিরুদ্ধে সংবাদটি প্রকাশ করেন। সংবাদ প্রকাশের জেরে গত ১০ আগষ্ট অ্যাড: শরীফ উদ্দিন রিমনের ভাগ্নে ওয়ালিউল আলম শাওন বাদি হয়ে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সাংবাদিক তাশরিক সঞ্চয়ের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। অবস্থান কর্মসুচীতে উপস্থিত সাংবাদিকগণ সাংবাদিকদের নামে হয়রানীমুলক মামলাটি অবিলম্বে প্রত্যারের দাবী জানান। অবিলম্বে মামলা প্রত্যাহার না করা হলে তার অতীত, বর্তমান ও ভবিষ্যতের আমলনামা সাংবাদিকদের কলমের মাধ্যমে সারাদেশের কাছে তুলে ধরা হবে। সেই সাথে আজ থেকে অ্যাড: শরীফ উদ্দিন রিমনের যেকোন কর্মসূচির নিউজ প্রত্যাহার করা হলো বলেও ঘোষনা দেওয়া হয়।
এসময় সাংবাদিকগন আরোও উল্লেখ্য করনে, যে সংবাদটির কারনে সাংবাদিকের নামে মামলা করা হয়েছে। সেটা যে মিথ্যা তা প্রমানিত হয়ে গেছে। ইতিমধ্যেই সংবাদ প্রচার হওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাড: শরীফ উদ্দিন রিমনকে কলেজের গভর্নিং বডির কমিটির সভাপতির পদ থেকে ১০ই আগষ্ট অব্যাহতি প্রদান করেছে।