দৌলতপুরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

রবিবার (২৬ ফেব্রয়ারি) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.শাহীদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খাঁন সুমন প্রমুখ । এসময় সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, সরকার পরিকল্পিত উপায়ে চাষাবাদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।কম পরিমাণ জমিতে কিভাবে অধিক ফসল ফলানো যায় সে বিষয়ে কৃষি বিভাগ বিশেষ ভূমিকা রেখে চলেছে। শেষে অতিথিরা কৃষি মেলার ১৩টি স্টল পরিদর্শন করেন