দৌলতপুরে নন এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে চেক বিতরণ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হেলাল উদ্দিন, দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রদানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদানের প্রায় ৬৬ লাখ টাকার চেক বিতরন করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে এসব অনুদানের অর্থের চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড.আঃকাঃম সরওয়ার জাহান বাদশাহ্।

এসময় এমপি বাদশাহ্ বলেন,নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এমনিতেই মানবেতর জীবনযাপন করেন। সম্প্রতিকালের বৈশ্বিক মহামারি করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা সরকারি বা প্রাতিষ্ঠানিকভাবেও কোন সুবিধা পাচ্ছেন না। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তাদের জন্য এই অনুদানের ব্যবস্থা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, থানার অফিসার ইনচার্জ এস এম আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার আবু সালেহ্ ,মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, ভাইস চেয়ারম্যান সাক্কীর আহম্মেদ,আওয়ালীগ নেতা সরদার তৌহিদুল ইসলাম,টিপু নেওয়াজ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, উপজেলার ৫৫০ জন নন এমপিও শিক্ষক কর্মচারীদের মাঝে ৬৫ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।