দৌলতপুরে পোনার বদলে দেয়া হলো বড় মাছ!

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে মৎস্য পক্ষ উপলক্ষে জলাশয় ও পুকুরের জন্য দেয়া হয়েছে বড় মাছ।

ফলে, পোনা ক্রয়ের বরাদ্ধ নয়ছয় হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।


জানাগেছে মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলার ১০ টি জলাশয় ও চারটি পুকুরের জন্য ৭‘শ ৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করনের সিদ্ধান্ত নেয়া হয়। সে লক্ষ্যে উপজেলার
উপকারভোগী পুকুর মালিক জলাশয়ের জেলেদের নিকট সোমবার বেলা ১১ টার দিকে এসব মাছ বিতরণ করা হয়। সরেজমিনে দেখা যায়, পোনার বদলে বিতরণ করা হয় ৩‘শ
থেকে ৭‘শ গ্রাম ওজনের মাছ। যা বাজারে ১‘শ থেকে ১‘শ ৩০ টাকায় পাওয়া।

৭৩০ কেজি মাছের সরকারী মুল্য ২৭৫ টাকা কেজি হিসাবে প্রায় ২ লক্ষ টাকা দেখানো হয়েছে।


স্থানীয়রা অভিযোগ করে বলেন, মৎস্য কর্মকর্তা নামমাত্র মুল্যে বড় মাছ কিনে বরাদ্ধকৃত অর্থের সিংহভাগ অর্থ পকেটস্থ করেছেন।


এ ব্যাপরে ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা খন্দকার শহিদুর রহমান জানান, কোটেশনের মধ্যে পোনামাছ ক্রয় করা হয়েছে। পোনার বদলে বড় মাছ কেনা হলো কেন জানতে চাইলে তিনি বলেন, এ কাজে জড়িত শ্রমিকরা খাওয়ার জন্য কিছু বড় মাছ নিয়ে এসছিল।