দৌলতপুরে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ৬১ পরিবার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় ঘর পাচ্ছেন ৬১ টি পরিবার।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন সরকারী জমিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ এজাজ আহমেদ মামুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ভাইস চেয়ারম্যান সাকিব আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাসেমুদ্দিন হাসু প্রমুখ ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জানিয়েছেন, প্রতিটি ঘরের নির্মাণ ব্যায় ১ লক্ষ ৭১ হাজার টাকা।

সঠিকভাবে নির্মাণকাজ সম্পন্ন করার জন্য তারা সচেষ্ট রয়েছেন।ছবির ক্যাপশন: ঘরের নির্মাণ কাজের উদ্বোধন।