দৌলতপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল ১৬০ পরিবহন শ্রমিক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হেলাল উদ্দিন // কুষ্টিয়ার দৌলতপুরে চলমান করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া গণপরিবহন চালক-শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল,২ কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক লিটার তেল,সাবান একটা।

সোমবার (৩মে) সকালে জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধায়নে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে গণপরিবহনের ১৬০ চালক-শ্রমিকের মাঝে এ উপহার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এজাজ আহমেদ মামুন ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে জেলা প্রশাসন কর্তৃক লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল পরিবারগুলোকে পর্যায়ক্রমে এ সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহম্মেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল হান্নান সহ অন্যান্যরা ।