দৌলতপুরে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হেলাল উদ্দিন, দৌলতপুর (কুষ্টিয়া):- কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মার্চ ২০২৪)সকাল সাড়ে ১০টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে দিবসগুলো উদযাপনে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া,দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান, কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম,দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মির্জা কে ই তুহিন,সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ,আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এসময় আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সকাল সাড়ে ৯টায় উপজেলা বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা আলোচনা সভা ও শিশুদের চিত্রাংক প্রতিযোগিতা সহ সরকারি এবং বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন সহ বিস্তারিত বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও ২৫ মার্চ গনহত্যা দিবস ও ২৬ মার্চ সকালে সুর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন সহ বিষয় ভিত্তিক সিদ্ধান্ত গৃহীত হয়।