দৌলতপুরে বিজিবি‘র অভিযানে গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ফরিদ আহমেদ কুষ্টিয়া প্রতিনিধিঃ- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন নবগ্রাম এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি‘র ৪৭, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন উপজেলার আশ্রায়ন বিওপির সদস্যরা বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ভারত সীমান্তের ১৫৩/১১ এস সীমানা পিলারের দেড় কিলোমিটার বাংলাদেশ অভ্যান্তরে ভাগজোত-নবগ্রাম হাইস্কুল নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় তারা মালিক বিহীন অবস্থায় একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। আশ্রায়ন বিওপি‘র কমান্ডার সুবেদার আব্দুর রহমান জানান, চোরাচালানীরা বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে হয়ত অস্ত্রটি ফেলে রেখে পালিয়ে গেছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা করেছে বিজিবি।