দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তান রিন্টু হত্যা মামলার প্রধান আসামি হাসিব মেম্বার আটক

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:-কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকায় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের সন্তান রিন্টু ওরফে বাটুল হত্যা মামলার প্রধান আসামি হাসিবুর রহমান হাসিব মেম্বার ও তার ভাই মিজানুর রহমানকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব ১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ২১জুন সন্ধ্যায় মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকায় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের সন্তান রিন্টু ওরফে বাটুলকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে। এরপর ২৩ জুন এ ব্যাপারে থানায় মামলা হলে র‌্যাব ১২ সিপিসি-১ কুষ্টিয়া, পলাতক আসামীদের ধরতে তৎপরতা শুরু করে।
তারই ধারাবাহিকতায় ৬ জুলাই বিকালে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব ৪ সিপিসি-১ মিরপুর এর সাথে যৌথ অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর পাইকপাড়া এলাকা থেকে রিন্টু ওরফে বাটুল হত্যা মামলার প্রধান আসামি হাসিবুর রহমান হাসিব মেম্বার ও তার ভাই মিজানুর রহমানকে আটক করে। আটককৃতরা হত্যাকান্ডে সক্রিয়ভাবে অংশ গ্রহণের কথা স্বীকার করেছে বলে র‌্যাব জানিয়েছে।