দৌলতপুরে সাপের কামড়ে সপ্তম শ্রেনীর এক স্কুলছাত্রীর মৃত্যু

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:– কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দক্ষিন দাড়েরপাড়া গ্রামের সোনিয়া খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।নিহত সোনিয়া খাতুন গ্রামপুলিশ জালাল উদ্দিনের মেয়ে।

শনিবার (০২ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন তার পরিবারের লোকজন। সোনিয়া খাতুন ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিলেন। মাস খানিক আগে তার মা রোজিনা খাতুন হৃদরোগে মারা যান।

নিহতের বাবা জালাল উদ্দিন জানান, শুক্রবার রাতের খাবার খেয়ে নানির সঙ্গে ঘুমিয়ে ছিল সোনিয়া। ঘুমন্ত অবস্থায় মধ্যরাতে তাকে সাপে কামড় দেয়। যন্ত্রনায় ছটফট করতে থাকলে আমরা বুঝতে পারি তাকে সাপে কামড় দিয়েছে। এরপর দ্রæত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় তাকে।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে সোনিয়ার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।দৌলতপুর থানার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার মরদেহ মর্গে রয়েছে। সাপের কামড়ে সোনিয়ার মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।ছবির ক্যাপশন: নিহত সোনিয়ার ফাইল ফটো।