দৌলতপুরে সামাজিক বন বিভাগ সমিতির উপকারভোগীদের টাকা মেরে খাওয়ার অভিযোগ পিয়ন কবিরের বিরুদ্ধে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম, শরিষাডুলি, নাটনাপাড়া সড়কের বনায়ন কর্মসুচির আওতায় বন বিভাগ ।

সমিতির ৫৯জন উপকারভোগীর জনপ্রতি লাভের অংশ ৪৬০১ টাকার মধ্য হতে ৫’শ টাকা করে মেরে খাওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বন বিভাগের পিয়ন কবিরের বিরুদ্ধে।

জানাযায়, গত ৭ই জানুয়ারী সামাজিক বন বিভাগ সমিতির আওতায় উপকারভোগীদের মাঝে চেক বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় বন কর্মকর্তা ও জেলা সামাজিক বন বিভাগ কর্মকর্তা।

এবং পরবর্তীতে পর্যায়ক্রমে ৫৯জন উপকারভোগীদের মাঝে ৪৬০১ টাকার চেক প্রদান করার কার্য্যক্রম চালু করেন।

দৌলতপুর উপজেলা সামাজিক বন বিভাগের অনিয়মের মধ্যদিয়ে চলাচলকারী নিয়মিত একমাত্র কর্মচারী কবির সেই সুযোগটি কাজে লাগিয়ে বন বিভাগ ।

সমিতির উপকারভোগীদের চেক প্রদানের মাধ্যমে লাভের অংশ হিসেবে প্রাপ্ত টাকার মধ্য থেকে ৫০০ টাকা করে কেটে পকেটে পুরেছে বলে ঐ উপকারভোগীরা অভিযোগ করেছে।

এছাড়াও বন বিভাগ সমিতির আওতাভূক্ত সড়কের পার্শ্বে থাকা গাছ সমিতির সদস্যদের যোগসাজসে কেটে বিক্রি করার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

বন বিভাগ সমিতির লাভের অংশ থেকে টাকা মেরে খাওয়ার ব্যাপারে অভিযুক্ত পিয়ন কবিরের কাছে জানতে চাইলে অভিযোগ স্বীকার করে বিষয়টি কাওকে না বলার কথা বলেন এবং নানা ভাবে এই প্রতিবেদক কে ম্যানেজ করার চেষ্টা করেন পিয়ন কবির।

এ ব্যাপারে উপজেলা বন বিভাগ কর্মকর্তা আরিফুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমি তেমন কিছুই জানিনা।

তিনি আরোও বলেন, গোয়ালগ্রাম, শরিষাডুলি, নাটনাপাড়া সড়কের সামাজিক বন বিভাগ সমিতির উপকারভোগীদের মধ্যে চেক প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেছি কিন্তু পর্যায়ক্রমে চেক দেওয়ার ব্যাপারটা পিয়ন কবির হ্যান্ডেল করেছে বলে তিনি জানান।