ধর্ষতাকে বিয়ে করে ধর্ষক মুক্তি পায়!

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মতিন নাটোর:- নাটোরে ধর্ষণ মামলায় ধর্ষক ও ধর্ষকের মধ্যে বিয়ে হয় আদালতে। বিয়ে শেষ হলেই জেলা ও দায়রা আদালত ধর্ষকদের জামিন দেয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে এ ঘটনায় নাটোর দায়রা আদালত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে- বুধবার (১৮ অক্টোবর) রাতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের রওশনপুর উত্তরপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে মানিক হোসেন একই এলাকার সম্পা খাতুন নামে ওই তরুণীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এরপর আজ ১৯ অক্টোবর ধর্ষিতা বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন। এদিনই ধর্ষক মানিক হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। 

এরপর মামলার শুনানীর সময় আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম ধর্ষক মানিক হোসেনের জামিন আবেদনের পাশাপাশি উভয় পরিবার বিয়ের জন্য সম্মতি প্রকাশ করেছে বলে বিষয়টি আদালতকে অবহিত করে।পরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সরদার ধর্ষিতার সঙ্গে ধর্ষকের বিয়ে সম্পন্ন হওয়ার পর ধর্ষক মানিক হোসেনের জামিন মঞ্জুর করেন। এনিয়ে আদালত পাড়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

তবে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে অভিমত ব্যক্ত করেছেন আসামি পক্ষের আইনজীবী। এসময় আদালতে বাদি এবং আসামি পক্ষের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।