ধাওয়া খেয়ে নিজেদের বাইক ফেলে পালাল চোর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দিনাজপুর জেলা প্রতিনিধি:- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অটোরিকাশার ব্যাটারি চুরি করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ধাওয়া খেয়ে মোটরসাইকেল রেখে পালিয়েছে চোরেরা।

এ সময় সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া মোটরসাইকেল ও ব্যাটারি জব্দ করে পুলিশ।শনিবার (১৭ সেপ্টেম্বর) চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নে গালতৈড় গ্রামের ডাঙ্গারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, শুক্রবার গভীর রাতে ওই গ্রামের ডাঙ্গার পাড়া এলাকায় অটোরিকশার ব্যাটারি চুরি করার চেষ্টা করে এক দল চোর। তবে ব্যাটারি ‍চুরি করার ঘটনা দেখেতে পান স্থানীয় বাসিন্দারা।

চুরি বিষয়টি বুঝতে পেরে চোরদের ধাওয়া দেন স্থানীয় বাসিন্দারা। এ সময় চোরেরা তাদের মোটারসাইকেল ফেলে পালিয়ে যায়।তিনি আরও জানান, এ ঘটনার পর স্থানীয়রা খবর দিলে মোটরসাইকেলটি মোটরসাইকেল ও ব্যাটারি জব্দ করা হয়।