নতুন উদ্ভাবন ইঞ্জিন চালিত কলা গাছের ভেলা!

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নাটোরের বারনই নদী দিয়ে প্রায়ই নিজেদের আবিষ্কৃত বিশেষ নৌযান  নিয়ে এদিক-ওদিক ঘুরতে দেখা যাচ্ছে দুই যুবককে

মোতিন জেলা প্রতিনিধি (নাটোর):– নাটোরের নলডাঙ্গা উপজেলার বন্যার সময় চলাচলের জন্য ইঞ্জিন চালিত কলার গাছের ভেলা তৈরি করেছেন দুই যুবক। উপজেলার বারনই নদী দিয়ে প্রায়ই নিজেদের আবিষ্কৃত নৌযান নিয়ে দ্রুত গতিতে এদিক-ওদিক ঘুরতে দেখা যাচ্ছে ওই দুই যুবককে। 

বন্যার পানির মধ্যে অভিনব এই নৌযান চলতে দেখে উল্লাস প্রকাশ করছেন স্থানীয়রা। কেউ কেউ এটার নাম দিয়েছেন “ডিজিটাল ভেলা”।

যে দুই যুবক বন্যার সময় চলাচলের জন্য এই ভেলা তৈরি করেছেন তারা হলেন- সেন্টু মিয়া (২৪) ও রুস্তম আলী (২৬)। দু’জনই নলডাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ডেট হলুদঘর মহল্লার বাসিন্দা।

সেন্টু ও রুস্তম জানান, শ্যালো মেশিন দিয়ে নৌকা চলে। এই ভাবনা থেকে তাদের মাথায় আসে একইভাবে ইঞ্জিন চালিত কলার গাছের ভেলা তৈরির পরিকল্পনা। পরে কলা গাছের ভেলা তৈরি করে সেটার সাথে সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিন সংযুক্ত করে এই বিশেষ নৌযান তারা তৈরি করেন।

ভবিষ্যতে আরও বড় আকারের ইঞ্জিন চালিত কলা গাছের ভেলা তৈরি করার পরিকল্পনা তাদের রয়েছে বলেও জানান এই দুই তরুণ।