নাটোরে সিমেন্ট বোঝাই ট্রাক ডাকাতির চেষ্টা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নাটোর প্রতিনিধি:- নাটোরের বড়াইগ্রামে তারকাঁটার ফাঁদ পেতে সিমেন্ট বোঝাই একটি ট্রাক ডাকাতি চেষ্টার খবর পাওয়া গেছে।

সোমবার (১ মে) রাত পৌনে ১১টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, রাতে মানিকপুর বিল এলাকা ডাকাতদলের বিছিয়ে রাখা তারকাঁটার ব্যারিকেটের কবলে পড়ে নারায়ণগঞ্জ থেকে নওগাঁগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক। এ সময় ট্রাকের চাকা পাংচার হওয়ায় ট্রাকটি থামান ড্রাইভার।

মুহূর্তেই ট্রাকের ড্রাইভারের গলায় ছুরি ধরে তাকে জিম্মি করার চেষ্টা করে ডাকাতরা। ঠিক এ সময়ই টহল পুলিশের একটি দল আসছিলো ওই একই পথে। টহল পুলিশকে দেখে পার্শ্ববর্তী বিলের রাস্তা দিয়ে পালিয়ে যায় পুরো ডাকাতদল। খবর পেয়ে পুলিশের আরও বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে। ডাকাতদের ধরতে বিলে এখন পুলিশ অভিযান চলছে বলেও জানান তিনি।