নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে হাত-পা বাঁধা রাজমিস্ত্রীর লাশ উদ্ধার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসা থেকে রাজ্জাক (৫৫) নামের রাজমিস্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পাগলার নুরবাগ এলাকার জয়নাল আবেদীনের মালিকানাধীন পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে মারদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাজ্জাক শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আব্দুল খাঁর ছেলে। তিনি তার ছেলে আকাশকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন।

আকাশ জানান, গত ৫ মাস আগে তার মা মারা গেছেন। ফলে বাবা আর আমি বাসায় থাকতাম। বাবা এক সময় রাজমিস্ত্রীর কাজ করলেও বর্তমানে বাসাতেই থাকতেন। আমি ঢাকার নবাবপুরে একটি দোকানে কাজ করি। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে আমি দোকান থেকে ফিরে দেখি ঘর তালাবদ্ধ। বাবা ঘরে নেই মনে করে খালার বাসায় গিয়ে রাতের খাবার খাই। সাড়ে ১২টার দিকে আবার ফিরে এসে তালাবদ্ধ দেখে এক বন্ধুর বাসায় গিয়ে রাতযাপন করি। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাসায় ফিরে তালাবদ্ধ দেখতে পাই। পরে বন্ধুকে নিয়ে ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি খাটের ওপর হাত-পা বাঁধা অবস্থায় বাবার মরদেহ পড়ে আছে। মাথায় আঘাতের দাগ রয়েছে। ধারণা করছি, বাবাকে হত্যা করে বাইরে থেকে ফ্ল্যাটে তালা মেরে রাখা হয়েছিল।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো. মফিজুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যা।ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম বলেন, হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন।