নারায়ণগঞ্জে ৩৭ কোটি টাকা মূল্যের বিদেশি মদ ধ্বংস

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মাহে আলম রনি নারায়ণগঞ্জ:- মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, অনেক তরুণ বাড়ি থেকে পালিয়ে জঙ্গি সংগঠনে যোগ দিয়ে কেউ কেউ বান্দরবানে আশ্রয় নিয়েছে।

তাদের কয়েক জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে জঙ্গীরা এখন দুই ভাগে বিভক্ত হয়ে গভীর দুর্গম এলাকায় আশ্রয় নিয়েছে। তাদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজী নগর এলাকায়ঢ র‌্যাব ১১র দপ্তারে মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রমে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এসব কথা বলেন। এর আগে ৩৭ কোটি টাকা মূল্যের বিদেশি মদ ধ্বংস করা হয়।

র‌্যাব মহাপরিচালক বলেন, মাদককের বিরুদ্ধে র‌্যাবের যুদ্ধ চলবে। এছাড়া মাদক কারবারি ও মাদকের মূল হোতার বিরুদ্ধে জিরো ট্ররারেন্স নীতিতে র‌্যাবের অভিযান অব্যহত থাকবে। এর আগে র‌্যাব ১১ এর অধিনায়ক তানভীর মোহাম্মদ পাশ বলেন, গত ২৩ জুলাই বিদেশ থেকে চট্টগ্রাম নৌ বন্দর হয়ে অবৈধভাবে আসা দুটি কন্টেইনারে ৩৭ হাজার বোতল বিদেশি মদ রাজধানিতে প্রবেশ করছিল। পথে সোনারগাঁও টোল প্লাজায় র‌্যাব ১১ একটি দল বিপুল সংখ্যক সে মদ আটক করে। আটককৃত টেইলার হতে ৩৬৮১৬ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এসব মাদকের মূল্য প্রায় ৩৭ কোটি টাকা।

এসময় ২জনকে আটক করার পর গত ২৪ জুলাই বিমান বন্দর এলাকা থেকে মূল হোতা আব্দুল আহাদকে আটক করা হয়। ওই ঘটনায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ষোলঘর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলামের দুই ছেলেসহ ১১ জনের নাম উল্লেখ করে সোনারগাঁও থানায় মামলা হয়। মামলার তিন আসামী গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাদের পরবর্তীতে একজন জামিনে বের হয়।

মামলার অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অবহ্যত রয়েছে।র‌্যাব ১১ এর অধিনায়ক জানান, আদালতের নির্দেশে বুধবার বিকেলে উদ্ধারকৃত মদ ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ফেরদৌস, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তাফাসহ র‌্যাব ও পুলিশের অর্ধতন কর্মকর্তারা।