নিজ স্ত্রীকে এসিড নিক্ষেপ মামলায় স্বামী গ্রেপ্তার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আমিরুল ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধি:- রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্ত্রীকে এসিড নিক্ষেপ করায় স্বামী পরিবহন শ্রমিক মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।


শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কুমারপুর গ্রামের নিজ বাড়ি থেকেই র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাণীনগর গ্রামে মুরাদের শ্বশুরবাড়িতে অবস্থানরত স্ত্রী মাহবুবা খাতুনের (১৬) মুখে এসিড নিক্ষেপ করে মুরাদ। এতে ঝলসে যায় মাহবুবার মুখ।
শুক্রবার ভোরে মাহবুবাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় মুরাদকে একমাত্র আসামি করে গোদাগাড়ী থানায় মামলা করেন মাহবুবার মা সেফালি বেগম।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন মুরাদ ও মাহবুবা। পরে বনিবনা না হওয়ায় মাহবুবা আর সংসার করতে চায়নি। তাই চার মাস ধরে বাবার বাড়িতেই থাকত। এ কারণে ক্ষিপ্ত হয়ে মাহবুবার ওপর এসিড নিক্ষেপ করেন মুরাদ। মুরাদকে শনিবারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।