নির্দেশের অপেক্ষায় বিএনপির এমপিরা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করতে নির্দেশের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, হারুন, রুমিনসহ বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করতে তৈরি হয়ে আছেন। দল থেকে যেকোনো সময় তাদেরকে পদত্যাগ করতে নির্দেশ দেবে। এখন শুধু ঘোষণা বাকি।তিনি বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না এবং নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে।

‍‍সরকারকে সংসদ থেকে অবশ্যই পদত্যাগ করতে হবে।বিএনপির এই নেতা বলেন, আজকের এই সমাবেশের দিকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেকগুলো আন্তর্জাতিক মিডিয়ার নজরও রয়েছে।

ফখরুল বলেন, সরকার নাকি বিরোধী দল, জনগণকে ভয় পায় না। তাহলে দুই দিন আগে গাড়ি বন্ধ করে দিলো কেন? কেন আমাদের নেতাদের গুলি করে মারে?তিনি বলেন, এই সমাবেশের লক্ষ্য একটাই, হাসিনা কবে যাবে? তার সরকার কবে যাবে? দাবি একটাই, এই সরকারের পদত্যাগ।

আওয়ামী লীগ সরকার আমাদের নেতাকর্মীসহ আলেম-ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। ৬০০ নেতাকর্মীকে গুম করেছে। বহু মানুষকে হত্যা করেছে। তাই এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না।