নির্বাচন কমিশন যে কয়টি আসনে ইভিএম দেবে তাই মেনে নেয়া হবে: কাদের

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজেস্ব প্রতিবেদন:- ৩০০ আসনে ইভিএম চায় আওয়ামী লীগ; তবে কমিশনের সামর্থ্য অনুযায়ী যা করবে তাই মেনে নেয়া হবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে উত্তর আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, সরকারের উন্নয়ন দেখে বিএনপি অন্তর্জ্বালায় ভুগছে। জনগণ আওয়ামী লীগের সাথে রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, জনগণ আওয়ামী লীগের সাথে রয়েছে, বিএনপির সাথে নেই। বিএনপির আন্দোলন অদৃশ্য নির্দেশ। এই নির্দেশ কোথা থেকে আসে সেই প্রশ্নও করেন তিনি। বাংলাদেশকে কারা নিষেধাজ্ঞা দেবে তার ওপর নির্ভর করে আন্দোলন হয় না। বিএনপির আন্দোলন ভুয়া বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, সকল প্রতিষ্ঠান স্বাধীন, দুদক স্বাধীন। আওয়ামী লীগের অনেক এমপি, মন্ত্রী দুদকের মামলায় হাজিরা দিচ্ছেন। ইসি স্বাধীন। বিএনপির সময় আজিজ মার্কা ইলেকশন হয়েছে। শেখ হাসিনা রাষ্ট্র মেরামত করছেন বলেও জানান তিনি। ২৫ জানুয়ারি বঙ্গবন্ধু এভিনিউতে দক্ষিণের শান্তি সমাবেশ হবে বলেও জানান ওবায়দুল কাদের।