নীলক্ষেত থেকে সাইন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

লিমা খাতুন সিনিয়র স্টাফ রিপোর্টার:- নীলক্ষেত থেকে সাইন্সল্যাব মোড় পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা।মঙ্গলবার সকাল থেকেই ঢাকা কলেজ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে।

এতে চারদিকের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এমনকি এই এলাকার সব দোকানপাটও বন্ধ।বেলা ১১ টায় ৭ কলেজ আন্দোলন শিক্ষার্থীরা নামবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি শিক্ষার্থীদের।এর আগে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে শুরু হওয়া সংঘর্ষ আড়াই ঘণ্টার ব্যবধানে নিয়ন্ত্রণে এলেও বর্তমান পরিস্থিতি থমথমে। এদিকে, পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়েছে দাবি করে শিক্ষার্থীরা এখনো তাদের ক্যাম্পাসে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

রাত আড়াইটার দিকে পুলিশ জানায়, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে ফিরে গেছেন। ব্যবসায়ীরাও তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে চলে গেছেন।