নেত্রকোনা হাওরে বেড়াতে গিয়ে লাশ হলেন ১৭ জন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

জেলা প্রতিনিধি নেত্রকোনা:- নেত্রকোনার জেলার মদন উপজেলার রাজালিকান্দা হাওরে আজ বুধবার দুপুরে ট্রলার ডুবে অন্তত ১৮ যাত্রী মারা গেছেন। 

নিখোঁজ আছেন আরও ২ জন । যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের একটি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বনভোজনের উদ্দেশ্যে যাত্রা করার কিছুক্ষণ পরে এই দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে। তাঁরা হাওরে বেড়াতে গিয়েছিলেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আজ বেলা একটার দিকে মদনের উচিতপুর এলাকায় হাওর ভ্রমণে যান। তাঁরা একটি ট্রলারে করে উচিতপুর থেকে গোবিন্দশ্রীর দিকে যাচ্ছিলেন। এ সময় রাজালিকান্দা এলাকায় প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। প্রথমে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার তৎপরতা চালান। পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেনমদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ তালুকদার বেলা তিনটায় ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুজন নিখোঁজ আছেন। তাঁদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। তিনি আরও জানান, ট্রলারটিতে ৪৮ জন যাত্রী ছিল বলে জানা যায়।