পদ্মা নাব্য সংকটে গেল ৪ মাস ধরে বন্ধ জৌকুরা-নাজিরগঞ্জ রুটের ফেরি চলাচল

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- পদ্মা নাব্য সংকটে গেল ৪ মাস ধরে বন্ধ জৌকুরা-নাজিরগঞ্জ রুটের ফেরি চলাচল। দীর্ঘসময় বন্ধ থাকলেও ফেরি চালু করতে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

ফেরি বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। সড়ক বিভাগ বলছে, দ্রুত সমস্যার সমাধান হবে। রাজবাড়ী শহরের ৮ কিলোমিটার দূরে পদ্মা নদীর জৌকুরা ঘাট থেকে ফেরি ছেড়ে যেতো পাবনার নাজিরগঞ্জে।

এই রুট ব্যবহার করে নদী পার হতেন রাজবাড়ী, কুষ্টিয়া, যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা, খুলনা,ফরিদপুর, পাবনা ও সিরাজগঞ্জের শত শত যাত্রী।কিন্তু নাব্য সংকটে ৪ মাস ধরে বন্ধ রয়েছে এই নৌপথ।

পদ্মার বুকে এখন ধু ধু বালুচর, তাই সরে গেছে জৌকুরা ঘাট। ইঞ্জিনচালিত গাড়ি ও ঘোড়ায় চড়ে সেই ঘাটে পৌঁছাচ্ছেন যাত্রীরা। ফেরি বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছেন তারা।

নতুন করে ফেরি চলাচল শুরু করতে এখনও কোনো উদ্যোগ নেয়নি সড়ক ও জনপথ বিভাগ। এতে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। নৌরুটটি দীর্ঘদিন বন্ধ থাকায় লোকসানে ইজারাদারও।

জৌকুরা ফেরিঘাট ইজারাদারের প্রতিনিধি মোহাম্মদ সোহেল মিয়া বলেন,পুরো সময়টাতে আমরা ফেরী চালাতে পেরেছি সাত থেকে আট মাস।

আর এই পুরো সময়টাতে কোন না কোন কারণে ফেরি চলাচল বন্ধ আছে।তবে, সড়ক ও জনপথ বিভাগ বলছে ভিন্ন কথা।

নাব্য সংকটে ফেরি চলাচল বন্ধ থাকলেও শিগগিরই এই সমস্যার সমাধান করা বলে বলে জানান নির্বাহী প্রকৌশলী।

রাজবাড়ী জেলা সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী জানান, ইতিমধ্যে নতুন একটি ঘাট চালুর জন্য সংস্কারের কাজ করে যাচ্ছি।

আশা করছি খুব শিগগিরই আমার নতুন ঘাটটি চালু করতে পারবো এবং ফেরী চলাচলের জন্য উপযুক্ত করতে পারবো।

শুধু আশ্বাস নয় এই সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিবে কর্তৃপক্ষ। এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।