পরিবারের সদস্যরা পাবেন বদলি হজের সুযোগ: ধর্মপ্রতিমন্ত্রী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- হজের বয়সসীমা ৬৫ বছর করায় অনিশ্চয়তায় সাড়ে ১০ হাজার বাংলাদেশি নিবন্ধনকারী। তবে বিশেষ অনুমতির জন্য সৌদি আরবের কাছে আবেদন করা হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, বয়সের কারণে যারা হজে যেতে পারবেন না, তাদের পরিবারের সদস্যরা পাবেন বদলি হজের সুযোগ।সৌদি সরকার হজ পালনের বিষয়ে এবার বেশ কিছু শর্ত দিয়েছে। যার মধ্যে অন্যতম হলো বয়স ৬৫ বছরের বেশি হলে এবার মিলবে না হজের সুযোগ। যেহেতু গত দুই বছর হজ পালনের সুযোগ বন্ধ ছিলো তাই এরমাঝে বেড়ে গেছে আবেদনকারীর সংখ্যা। অনেকে আবার ৬৩ বছর বয়সে আবেদন করে ইতোমধ্যেই পেরিয়ে গেছেন ৬৫’র কোটা।

বাংলাদেশ এ মুহূর্তে ৬৫ বছরের বেশি নিবন্ধনকৃত ব্যক্তির সংখ্যা ১০ হাজারেরও বেশি। সেক্ষেত্রে এই ব্যক্তিদের কি হবে? সময় সংবাদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে।তিনি বলেন, এটা সৌদি সরকারের সিদ্ধান্ত। সেখানে বলা হয়েছে যারা ৬৫ বছরের বেশি তাদেরকে হজে যেতে দেওয়া হবে না। তবে পরিবারের অন্য কারও বয়স ৬৫ বছরের নিচে হলে, তাদেরকে যাওয়ার সুযোগ দেওয়া হবে।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বলছে, ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরাও যাতে হজ করতে পারেন সেটি বিবেচনায় নিতে সৌদি সরকারকে অনুরোধ করা হয়েছে।

হাবের সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, ৬৫ বছরের অধিক এমন ব্যক্তির সংখ্যা ১০ হাজার ৪৪১ জন। হজের বিমান ভাড়া কমানোর জন্য আবেদন করা হয়েছে। তবে এখনো বিমান ভাড়া নির্ধারণ হয়নি।

সোমবার হজের জন্য বিমান ভাড়া সংক্রান্ত রুদ্ধদ্বার বৈঠক করে মন্ত্রণালয়। তবে নামপ্রকাশ না করার শর্তে একজন সচিব জানান, ভাড়া বাড়ানোর আবেদন করেছে বিমান।