পাকা ধানে শিলা, কাঁদছেন মহেশপুরের কৃষকরা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝিনাইদহ প্রতিনিধি :- মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধানে শিলা পড়ে গাছ দাঁড়িয়ে থাকলেও ধান ঝরে মাটি পড়ে গেছে। সেই সঙ্গে মাঠের পর মাঠ ভুট্টা ও কলাগাছ ভেঙে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ধান কাটার শেষ সময়ে এমন ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব না বলে কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা।

বিঘাপ্রতি যা ধান পাওয়া যাবে তা দিয়ে পানি ও সারের দাম বাদ দিয়েও কাটা বাঁধা ও বাড়ি নিয়ে এসে ঝাড়ার খরচ উঠবে না বলে জানিয়েছেন তারা।

বুধবার রাত ৯টার পর ঝড়ের সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। প্রায় ১০ মিনিট ধরে হওয়া শিলাবৃষ্টিতে উপজেলার প্রায় এক হাজার চারশ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এর মধ্যে উপজেলার পাতিবিলা, বগা, শ্রীরামপুর, হামিদপুর, দত্তনগর, পান্তাপাড়া, সস্তা, হুষোর খালি, বোয়ালিয়াসহ কয়েকটি মাঠের চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কৃষি অফিসের তথ্যমতে, এ বছর বোরো ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১ হাজার ৭৬০ হেক্টর। এর মধ্যে বেশি ভাগ ফসলি জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।বগা মাঠের কৃষক রেজাউল ইসলাম জানান, দুই বিঘা জমি লিজ নিয়ে ধান লাগিয়েছিলেন তিনি। এ বছর জমি লিজের টাকা দিতে হবে প্রায় ৩৫ হাজার টাকা। কিন্তু বুধবার রাতের শিলাবৃষ্টিতে ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় কিভাবে তিনি লিজের টাকা পরিশোধ করবেন তা জানেন না।

পাতিবিলা মাঠের কৃষক জাহিদ আলী জানান, ধান গাছ দাঁড়িয়ে থাকলেও গাছের ধান ঝড়ে মাটিতে পড়ে গেছে। কেটে ফেলে রাখা ধানেরও একই অবস্থা। দেখে মনে হয়েছে কেউ ধানের ওপর লাঠির বাড়ি দিয়েছে। গাছে যা ধান দেখা যাচ্ছে তা থেকে বিঘাপ্রতি মণ দুয়েক ধান পাওয়া যাবে।

কৃষক আব্দুল খালেক জানান, তার এক বিঘা জমির পাকা ধান প্রায় সবই ঝড়ে পড়ে গেছে। যা ধান পাওয়া যাবে তা দিয়ে কাটা, বাঁধা, বাড়ি নিয়ে এসে ধান ঝাড়ার খরচ উঠবে না।

মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা যুগান্তরকে বলেন, সরজমিনের মাঠ পরিদর্শনে গিয়েছিলাম। ধান, ভুট্টা, কলাগাছের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠের কৃষকরা কান্নায় ভেঙে পড়েছেন। কয়েক মিনিটের ঝড়ে প্রায় এক হাজার চারশ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধানের ওপর প্রবল শিলাবৃষ্টি হওয়ায় মাঠের বেশি ভাগ ধানই ঝড়ে মাটিতে পড়ে গেছে।