পাখি হত্যার ঘটনায় তিন কোটি টাকা ক্ষতিপূরণের মামলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বনি রাজশাহী জেলা প্রতিনিধি// রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাখি হত্যার ঘটনায় আদালতে অন্তত তিন কোটি টাকা ক্ষতিপূরণের মামলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বাদী হয়ে রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেছেন। মামলার বিষয়ে আগে কেউ কিছু স্বীকার না করলেও শুক্রবার (১০ সেপ্টেম্বর) মামলার বাদী বিষয়টি স্বীকার করেছেন।তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মামলাটি করা হয়েছে।

আদালত মামলাটি গ্রহণ করলেও কোন আদেশ দেননি। আগামী রোববার এ বিষয়ে আদেশ হতে পারে।এ বিষয়ে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, তিনি মামলার বিষয়ে কিছু জানেন না।মামলার এজাহারে বলা হয়েছে, রামেক হাসপাতালে ৮০টি বন্য পাখি হত্যা ও আবাসস্থল ধ্বংসে আনুমানিক ক্ষতির পরিমাণ এক কোটি টাকা। আর পাখিগুলো হত্যায় পরিবেশের ক্ষতি হয়েছে আরও দুই কোটি টাকার। মামলায় রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। তবে কারও নাম উল্লেখ নেই।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে ড্রেন নির্মাণের জন্য একটি অর্জুন গাছ কাটা হলে শতাধিক পাখির বাচ্চা মাটিতে পড়ে যায়। এতে কিছু পাখি সঙ্গে সঙ্গে মারা যায়। আর কিছু পাখির বাচ্চা জবাই করে নিয়ে যায় শ্রমিক ও স্থানীয়রা।

এর প্রতিবাদ জানিয়ে রাজশাহী, নাটোর ও নওগাঁয় পরিবেশবাদী বিভিন্ন সংগঠন দফায় দফায় মানববন্ধন কর্মসূচি পালন করেন।