পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত ৩

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পাবনা জেলা প্রতিনিধি:- পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া ও সাঁথিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন।

এছাড়া ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (২ মে) দুপুরে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া পশ্চিম বনগ্রাম গ্রামের মৃত মিলন শেখের মেয়ে পাবনা ইসলামিয়া কলেজের ২য় বর্ষের ছাত্রী মিতু খাতুন (১৮), সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়নের সামান্যপাড়ার চাদু মৃধার ছেলে জুয়েল মৃধা (২৫), একই গ্রামের আবদুস সোবহান শেখের ছেলে সুরুজ শেখ (২২)।মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, বেলা ১২টার দিকে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন মিতু। পথে পুষ্পপাড়ার বিপি উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক পার হওয়ার সময় ওমর পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।অপরদিকে বেলা পৌনে ১২টার দিকে ইট নিয়ে চিনাখড়ার দিকে ফিরতেছিলেন নছিমন চালক জুয়েল ও হেলপার সুরুজ। এ সময় কাশিনাথপুরের সাটিয়াকোলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেলস নামের যাত্রীবাহী বাসের সাথে নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আরেকজনকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া পথে মারা যান।হাইওয়ে থানার ওসি জানান, বাস দুটি জব্দ করা হয়েছে।

তবে চালক ও হেলপার পালিয়ে যায়।অন্যদিকে ঈশ্বরদীর বাঘইল গ্রামের সরদারপাড়া এলাকায় মোটরসাইকেল নছিমনের মুখোমুখি সংঘর্ষে দু’জন আহত হয়েছেন। আহতরা হলেন- নাটোর জেলার লালপুর উপজেলার রুইগাড়ী এলাকার শ্রী. গোপালের ছেলে বাশুদেব (৪০) ও কুজেপুকুর এলাকার মসলেম উদ্দিনের ছেলে আলমগীর (৪৫)। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা ঈশ্বরদী ইপিজেডের কর্মী।