পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু; রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস ডিএমপি কমিশনারের

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আব্দুল লতিফ ঢাকা জেলা প্রতিনিধি:- রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশ হেফাজতে মাসুদ রানা নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।


তবে, থানায় পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

মানিকগঞ্জের দৌলতপুরের মাসুদ রানা। নারায়ণগঞ্জের কাঁচপুরে পরিবার নিয়ে থাকতেন। স্থানীয় এক স্টিল মিলে কাজ করতেন। কাজ শেষে রাতে বাসায় না ফেরায় মাসুদের মোবাইলে ফোন করা হলে অপরপ্রান্ত থেকে পুলিশ জানায় মাসুদ পল্টন থানায় পুলিশ হেফাজতে আছেন।

তবে, কী কারণে তার স্বামীকে থানায় নেয়া হয়েছে পুলিশ তা জানায়নি বলে অভিযোগ করেন মাসুদ রানার স্ত্রী রেহানা। তার দাবি, পুলিশ পরে তাকে মোবাইলে জানায় মাসুদের মৃত্যু হয়েছে।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাসুদ মারা গিয়ে থাকতে পারেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

মৃত্যুর পর রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে মরদেহ নেয়া হলেও বুধবার বিকেল পর্যন্ত ময়না তদন্ত হয়নি মাসুদের মরদেহের।

পুলিশের পক্ষ থেকে মরদেহ বুঝিয়ে না দেয়া পর্যন্ত মরদেহের ময়না তদন্ত সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক প্রদীপ বিশ্বাস।