প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দিলেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আন্তর্জাতিক ডেস্ক:- কয়েকদিন আগেই পছন্দের মানুষকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী, তবে সেটি জনসম্মুখে। পাকিস্তানের লাহোর বিশ্ববিদ্যালয়ের সেই দুই শিক্ষার্থীর বিয়ের প্রস্তাবের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

আর সেটিই কাল হয়েছে তাদের জন্য। এ ঘটনায় শুক্রবার তাদের বহিষ্কার করেছে লাহোর বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। খবর দ্যা নিউজ ইন্টারন্যাশনালেরএর আগে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী জনসম্মুখে হাঁটু গেড়ে বসে এক ছাত্রকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। তাদের দু’জনের হাতের ফুলের তোরা।

সেই দৃশ্য দেখে তাদের আশপাশের শিক্ষার্থীরাও আন্দন্দে মেতেছেন। তারা তালি বাজিয়ে ও হইহুল্লোর করে দু’জনকে অভিনন্দন জানাচ্ছে। জানা গেছে, এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।

পরে সেটি নজরে পড়ে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষেরও। এরপরই শুক্রবার বৈঠকে বসে বিশ্ববিদ্যালয়ের বিশেষ শৃঙ্খলা কমিটি। সেখানেই তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেইলি পাকিস্তান জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন ভঙ্গের দায়ে তাদের বরখাস্ত করা হয়েছে।