প্রত্যয়ন চাওয়ায় যা বললেন ইউএনও!

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শিল্পী আরা বেগম নিলফামারী জেলা প্রতিনিধি// মুক্তিযোদ্ধার পোষ্য কোটায় পুলিশের চাকরিতে আবেদন করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রত্যয়ন চাইতে গিয়ে এক বীর মুক্তিযোদ্ধার সন্তানকে প্রতারক বলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম।

গেজেট নং ৭৮৯

এ ঘটনায় বিচার চেয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের ছেলে শফিকুল ইসলাম নীলফামারী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের (গেজেট নম্বর ৭৮৯) ছেলে শফিকুল ইসলাম তার ছেলে নাজিমউদ্দিনকে বাংলাদেশ পুলিশের চাকরিতে নিয়োগ পাইয়ে দিতে উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলামের কার্যালয়ে একটি প্রত্যয়ন পত্রের জন্য যান।

কিন্তু উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম তাকে প্রত্যয়ন না দিয়ে উলটো প্রতারক বলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন।