প্রধানমন্ত্রী যেভাবে পদ্মা সেতুর দুয়ার খুললেন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদন:- শনিবার দুপুর ১২টার একটু পর পদ্মা সেতুর দুয়ার খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়ার সমাবেশে বক্তব্য শেষে প্রধানমন্ত্রীর গাড়িবহর যখন মাওয়া সেতুতে পৌঁছালো, তিনি নিজেই প্রথম সেতুর টোল দেন।

সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এরপর তাঁর গাড়িবহর সেতু উদ্বোধনের জন্য ফলকের স্থানে যায়।প্রধানমন্ত্রীসহ অতিথিরা সেখানে প্রথমে মোনাজাত করেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে প্রধানমন্ত্রী নিজে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে সেতু উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত সবাই হাততালি দেন। প্রধানমন্ত্রী সেতুর ফলক উন্মোচনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর ম্যুরাল উদ্বোধন করেন সেখানে। এ সময় আকাশে রঙিন ধোঁয়া ওড়ানো হয়। এরপর প্রধানমন্ত্রীর গাড়িবহর আবার সেতুতে ওঠে।

সেতু পাড়ি দিয়ে তিনি জাজিরা প্রান্তে গিয়েছেন।সেতু উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং প্রধানমন্ত্রী মেয়ে সায়মা ওয়াজেদ।