প্রবাসীদের মরদেহ বিনা ভাড়ায় বহণ করবে না বাংলাদেশ বিমান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email



নিজস্ব প্রতিবেদন:- প্রবাসীদের মরদেহ বিনা ভাড়ায় বহণ করবে না বাংলাদেশ বিমান। দীর্ঘদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রবাসীদের মরদেহ বিনা ভাড়ায় বহণ করলেও হঠাৎই সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।


বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ দীর্ঘদিন ধরে বিশেষ ক্ষেত্রে বিনা ভাড়ায় পরিবহণ করে আসছিল রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে, হঠাৎই কর্তৃপক্ষ ফ্রি পরিবহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। মানবিক বিবেচনায় এ সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি কাতার প্রবাসী বাংলাদেশিদের।

কাতারের আইনে বিদেশি কর্মীর মৃত্যু হলে তার মরদেহ দেশে পাঠানোর খরচ বহণ করে কোম্পানি। কিন্তু, ফ্রি ভিসার কর্মী বা অবৈধ কর্মীর ক্ষেত্রে এতদিন দূতাবাস চিঠি দিলে মরদেহ ফ্রিতে বহণ করতো বাংলাদেশ বিমান।

১লা সেপ্টেম্বর কাতার থেকে প্রবাসীদের মরদেহ ফ্রিতে না নেয়ার ঘোষণা দেয় বিমান কর্তৃপক্ষ। ফলে মরদেহ দেশে পাঠাতে ৩ হাজার ৬শ রিয়াল অর্থাৎ প্রায় ৮৫ হাজার টাকা পরিশোধ করতে হবে।

করোনার কারণে অনেক প্রবাসী এখন কর্মহীন। বিমানের এমন সিদ্ধান্তে অনেক প্রবাসীর মরদেহ এখনো হিমঘরে। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকেও দেশে মরদেহ নেয়া সম্ভব হচ্ছে না বলে জানান প্রবাসী বাংলাদেশিরা।

কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আবারো বিনা খরচে মরদেহ পাঠাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান কমিউনিটির নেতারা। তবে, কাতারে অবস্থিত বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।