প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে কিছু পণ্যে আয়কর, শুল্ক, ভ্যাট অথবা সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আরিফ আহমেদ বিশেষ প্রতিবেদক// প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে কিছু পণ্যে আয়কর, শুল্ক, ভ্যাট অথবা সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। এতে কিছু পণ্যের দাম বাড়তে পারে।বাজেটে বাড়তি কর ও শুল্ক আরোপের কারণে এবার দাম বাড়ছে সব রকমের সিগারেট ও বিড়ির। এছাড়া মাশরুম, আমদানি করা ছাগল ও ভেড়ার মাংস, আমদানি করা গাজর ও শালগম, আমদানি করা বাদামের দামও বাড়বে।এছাড়াও দাম বাড়বে আমদানি করা মিষ্টান্ন, সোডিয়াম ক্লোরাইড বিপি, আমদানি করা লবণ, ডিসোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, হিমায়িত খাদ্য, আমদানি করা খনিজ তেলের।এর আগে, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে যোগ দেন মন্ত্রিসভার সদস্যরা।৫০তম বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। রাজস্ব আয় ঠিকঠাক হলেও, ঘাটতি ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অর্থাৎ ৩৫ শতাংশ টাকাই ধার করতে হবে সরকারকে। বাজেটের ইতিহাসে এটিই সর্বোচ্চ ঘাটতি।