প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ৩ বিভাগে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক:- দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আগামী ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে এই ধাপের রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবর রহমান তুহিন এ তথ্য জানান । তিনি বলেন, আজ এক সভায় পরীক্ষার সময়সূচি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩-এর প্রথম ধাপের (রংপুর, সিলেট ও বরিশাল বিভাগ) লিখিত পরীক্ষা আগামী ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পরীক্ষার সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের অনুরোধ করা হলো।প্রতিটি জেলায় আবেদনের সংখ্যা অনুযায়ী নির্বাচিত কেন্দ্র প্রতিষ্ঠানগুলোর নির্ভুল তথ্য সংযুক্ত করে সংগ্রহ করার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের সার্বিক সহযোগিতা পেতে পত্র দেওয়ারও অনুরোধ করা হয়।