সারা দেশে প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু ১৫ সেপ্টেম্বর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- ১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হচ্ছে। মহানগর ছাড়া প্রথমে আন্তঃ উপজেলা ও জেলায় বদলি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বাক্ষরতা দিবস নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।তিনি বলেন, নীতিমালা অনুযায়ী প্রাথমিকের শিক্ষকদের অনলাইনে বদলি হবে।

নীতিমালার শর্ত না মানা হলে, অনলাইনে সেই আবেদন সাপোর্ট করবে না বলেও জানান প্রতিমন্ত্রী।এ সময় সচিব আমিনুল ইসলাম বলেন, নিয়োগ ও বদলিতে স্বচ্ছতা আনতে অনলাইন কার্যক্রম নেয়া হয়েছে।

ভবিষ্যতে উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসার বদলির কার্যক্রম অনলাইনে করা হবে। ১ জানুয়ারি প্রাথমিকের বই দেয়া হবে। সে অনুযায়ী বই ছাপানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।