প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে নাবালিকা, ঠাঁই হলো জেলহেফাজতে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাপ্পি বিশ্বাস পশ্চিমবঙ্গ (ভারত) প্রতিনিধি:- প্রেমের টানে দেশান্তর। তবে পৌঁছানো গেল না ভিনদেশি প্রেমিকের কাছে। মাঝপথেই খলনায়ক হয় দাঁড়ালেন সীমান্তের পুলিশ।

বাংলাদেশ পুলিশের চোখে ধুলো দিয়ে দেশ ত্যাগ করে সীমান্তে পৌঁছানোও গিয়েছিল। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর চোখকে ফাঁকি দিতে পারলেন না বাংলাদেশি প্রেমিকা।

ধরা পড়ার পর তাঁকে তুলে দেওয়া হল পুলিশের হাতে। আদালত থেকেও মিলল না জামিন। ভেবেছিলেন, যেভাবেই হোক পৌঁছে যাবেন বিদেশী প্রেমিকের কাছে, উল্টে এখন দিন কাটাতে হবে জেল হেফাজতে।মাস ছয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বগুড়ার এক কিশোরীর পরিচয় হয় ভারতের কোচবিহারে তুফানগঞ্জ নিবাসী এক যুবকের সঙ্গে। সেখান থেকেই প্রেমের সম্পর্ক।

কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছিল কাঁটাতার। ভিসা-পাসপোর্ট করারও উপায় নেই। এরই মধ্যে বাড়ি থেকে অন্য জায়গায় বিয়েও ঠিক করে ফেলে মেয়েটির পরিবার। কিন্তু সে তো ভালোবেসে ফেলেছে সীমান্তপাড়ের যুবককে।তাই সব বাধা পেরিয়ে, কাঁটাতারের বাধা টপকে দেশ ত্যাগ করার কথা ভাবল মেয়েটি। কোনও কিছু না ভেবে, ভিনদেশি প্রেমিকের টানে পাড়ি দিল পড়শি দেশ ভারতে।

প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে গিয়েই বিএসএফের হাতে আটক হল সেই নাবালিকা। দূর্গানগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের ১২৯ ব্যাটেলিয়ানের সদস্যরা তাঁকে আটক করে। এরপর তাকে সাহেবগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সাহেবগঞ্জ থানার পুলিশ নাবালিকাকে দিনহাটা মহকুমা আদালতে নিয়ে আসে। দিনহাটা মহকুমা হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষাও করা হয়। বিচারক তাঁর জামিনের আর্জি খারিজ করায় আপাতত বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হচ্ছে ওই নাবালিকাকে।